শুরুতেই
মারমাপিডিয়া-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। “মারমাপিডিয়া” মারমা আদিবাসী সম্প্রদায়ের সামগ্রীক
বিষয় প্রকাশ সম্পর্কিত সামাজিক যোগাযোগ তথা অনলাইন ভিত্তিক একটি অলাভজনক ব্লগসাইট।
এই ব্লগসাইটের অনেকগুলো বিভাগ রয়েছে। তার মধ্যে মাতৃভাষা বর্ণমালা শিক্ষা অর্থাৎ
ভাষা ও বর্ণমালা বিভাগ অন্যতম। মারমাপিডিয়া শুরুর থেকেই স্ব-মাতৃভাষা ও
বর্ণমালা শিক্ষার উপর জোর দিয়ে যে কোন কিছু প্রকাশ করছি। এবারে “মারমা জা নামে এ্যান্ড্রয়েড ডিভাইসের
ব্যবহারোপযোগী এ্যাপস তৈরি করা হলো।
![]() |
| Marma-Ja V1.0.1 Size:1.28MB) |
“মারমা জা এ্যাপসটিতে রয়েছেঃ
- মারমা বর্ণমালা পরচিয়(স্বরবর্ণ-সারা ও ব্যহ্জনবর্ণ-ব্যঈং),
- বর্ণমালাগুলোর সংকেত, তাদের নাম ও ব্যবহার,
- ম্রাইমা যুক্তাক্ষর এবং বাক্যগঠন পদ্ধতি সম্পর্কিত ৪১টি অধ্যায়।
- মারমা সংখ্যা পরিচিতি,
- ধারাপাত(নামতা)।
- সপ্তাহ, মাস, বছর-এর নাম,
- দিগন্ত এবং
- ক্রমপর্যায়সূচকের নামসমূহের তালিকা ইত্যাদি।
বৈশিষ্ট্যঃ
- সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারযোগ্য,
- সহজ সুন্দর ডিজাইন,
- অনলাইন ভিত্তিক ব্যবহারযোগ্য,
- বিজ্ঞাপনবিহীন ইউজএ্যাবল,
- মোবাইল ও ট্যাবলেট সহ সকল এ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার উপযোগী।
বার্মিজ
ভাষায় অনুদিত “ম্রাইমা
সাংবুংসা” গ্রন্থের
ম্রাইমা বা মারমা ভাষা ও বর্ণমালা শেখার যে নিয়ম নীতি ও পদ্ধতি রয়েছে সেগুলোকে
সর্বমোট ৪১টি অধ্যায়ে বিভক্ত করে এ্যাপসটি তৈরি করা হয়েছে। এতে মারমা আদিবাসী
সম্প্রদায়ের মাতৃভাষার বর্ণমালা শিক্ষা সম্পর্কিত এ টু জেড অংশ ধারাবাহিকভাবে
সাজানো। এছাড়াও ম্রাইমা টু মারমা বাংলা পদ্ধতিতে সকল প্রকারের শেখার উপযুক্ত
পরিবেশ এ্যাপসটিতে পাবেন। যা পাঠককে ম্রাইমা লিপির অনুকরণে মামরা ভাষা
বর্ণমালা শেখার বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ তথ্যের সমৃদ্ধশালী করে তুলবে।
নিত্য নতুন টেকনোলজির ব্যবহার ও জনপ্রিয়তার
কথা বিবেচনা করে “মারমা জা” এ্যাপসটি তৈরি করা হয়েছে। মারমা ভাষা শেখার সম্পর্কিত এটি বাংলাদেশের কোন
আদিবাসী সম্প্রদায়ের পক্ষে তৈরিকৃত সর্বপ্রথম এ্যান্ড্রয়েড এ্যাপস। যা সারা বিশ্বে
মাইল ফলক হিসেবে ইতিহাসের পাতায় রচিত হয়ে থাকবে। এ্যাপসটি ব্যবহার
করে আনন্দঘন পরিবেশে আমরা আমাদের বর্ণগুলো শিখে নিতে পারি। শিশুদেরই শেখাতে পারি।
ছোট থেকেই প্রযুক্তির ব্যবহার শিখানোর মাধ্যমে শিশুদের এ বিষয়ে পরিচিতি দিলে
ভবিষ্যতে এরা আমাদের মাতৃভাষার বর্ণমালাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আর নিজেদের
মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাবে, এমনটাই আমাদের প্রত্যাশা।
আর সে লক্ষ্যে একেবারে
শিক্ষার শুরুতেই দৈনন্দিন ব্যবহারিক আমাদের মুঠোফোনে এই এ্যাপসের ব্যাবহার।
প্রযুক্তির সাথে সাথে বেড়ে ওঠা প্রত্যেকটা মানুষ যাতে সহজে মারমা ভাষা বর্ণমালা
শিখতে পারে এবং সেই সাথে বাংলাদেশের মারমা নামক যে আদিবাসী জনগোষ্ঠীর রয়েছে তাদের
জীবন-পদ্ধতি, ইতিহাস-ঐতিহ্য, উৎসব-আনন্দ, ভাষা-বর্ণমালা, কৃষ্টি-ধর্মীয়, সংস্কৃতি
ও মূল্যবোধ, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কে বিশ্ববাসীর কাছে তুলে ধরার
লক্ষ্যেই মূলত তৈরি করা হয়েছে এ্যাপস’টি।
আমাদের বিশ্বাস এ্যাপস’টি পাঠকদের
শেখার আগ্রহ বৃদ্ধি করবে। সেই সঙ্গে স্ব-সংস্কৃতি, মূল্যবোধ, ভাষা বর্ণমালা
সম্পর্কে জানতে সাহায্য করবে।
এ্যাপসটি’তে মারমাপিডিয়া ব্লগসাইটে যে সকল
তথ্যগুলো প্রকাশিত হয় তার মধ্যে থেকে শুধুমাত্র ভাষা ও বর্ণমালা বিভাগ ও
অধ্যায়গুলো অন্তর্ভূক্ত করা হয়েছে। মারমা এ্যালফাবেট (Alphabet) সারা(স্বরবর্ণ),
ব্যঈং(ব্যঞ্জনবর্ণ), সংখ্যা সম্পর্কে টিউটরিয়াল ধারাবাহিকভাবে সাজানো। যা
পাঠককে তার প্রাথমিক পড়াগুলোকে আরো আনন্দময় করবে ।
এ্যাপসটির
তৈরিতে ভাষার উচ্চারণ শুদ্ধতা বিষয়ে আমার অত্যন্ত কল্যাণমিত্র, প্রিয়ভাজন,
রাঙ্গামাটি, রাজস্থলীস্থ পঞ্ঞাবেপুলা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত
উ.ভাণ্ণাশ্রী ভিক্ষু রচনার শুরুর থেকেই সবসময় সার্বিক সহযোগীতা প্রদান করে
এ্যাপসটি’র প্রকাশের
কাজকে সহজতর করেছেন। তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বন্দনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন
করছি।
মারমাপিডিয়া
মারমা-ভাষা বর্ণমালা শেখার জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার। এতে
মামরা ভাষা বর্ণমালা বিষয়ক অনেক অনেক টিউটোরিয়াল, বই, অডিও/ভিডিওসহ আরও অনেক কিছু
যা প্রতিনিয়ত আপডেট করা হয়। এটি মারমা আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ভাষা
বর্ণমালা, কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা ও প্রচারার্থে কম সচেতন মারমা এবং
অমারমাদের মাঝে মারমা ও তাদের জীবন ইতিহাস, ভাষা-বর্ণমালা, অধিকার, রাজনৈতিক,
সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে সঠিক চিত্র উপস্থাপন, বোধগম্যকরণ, আত্মস্থকরণ এবং সেই
সাথে ভ্রান্ত ধারণার অবসান ঘটানোর মানসে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
লক্ষ্য
ও উদ্দেশ্যঃ
- পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশের বসবাসরত সকল ম্রাইমা ভাষাগোষ্ঠী তথা মারমা আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, শিক্ষা, সাহিত্য, কৃষ্টি-অনুষ্ঠান, ধর্ম, অধিকার, রাজনৈতিক এবং সামাজিক জীবন পদ্ধতি সম্পর্কে বিশ্ববাসীর কাছে পরিচিত করায় হলো “Marmapedia(মারমাপিডিয়া)”-র প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
- মারমা আদিবাসীদের ভাষার বর্ণমালা তথ্য গুরুত্ত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
- মারমা আদিবাসীদের ঐতিহ্যবাহী জীবন, ইতিহাস, এতিহ্য, শিক্ষা, সংস্কৃতি ও ভাষা রক্ষা করা।
- মারমা আদিবাসীদের ভাষা সংস্কৃতির তথ্য জ্ঞান সম্পর্কে সরবরাহ করা।
- মারমা আদিবাসীদের ভাষা বর্ণমালা সম্পর্কে ছাত্র ও গবেষকদের জন্য সুযোগ সৃষ্টি করা।
- ম্রাইমা বর্ণমালায় যে নিয়ম নীতি রয়েছে, বর্ণের যে যুক্ত রূপ ও পদ্ধতি রয়েছে, যে বিষয় মারমা সমাজ অবহেলায় আচ্ছন্ন পরিবেশে ফেলে রেখেছে বা দূরে আছে তা দূর করা।
- দৈনদিন ভাষা বর্ণমালার প্রয়োজনীয়তা, ভাষা বর্ণমালা সংক্রান্ত বিষয়াদির সঠিক জ্ঞান প্রদান এবং সকলের কাছে ম্রাইমা(মারমা) পরিচিতি ও ম্রাইমা(মারমা) বর্ণমালার সৌন্দর্য বর্ণনা, আদিবাসী মারমা ও তাদের ভাষা বর্ণমালা সম্পর্কে প্রচলিত ভুল ধারণা নিরসন ও সংশয় দূরীকরণ করা।
- সেই সাথে তরুণ প্রজন্মসহ বাংলাদেশের সকল ম্রাইমা ভাষা বর্ণমালা ব্যবহারকারীর সমাজকে ভ্রান্তিমুক্ত নিজস্ব কৃষ্টি, ঐতিহ্য এবং নীতি ও আদর্শের তথ্য সমৃদ্ধশালী করে তোলা।
- মারমা ভাষায় অন্তর্ভূক্ত বিষয়ে সঠিক তথ্য দেয়া যাতে সবাই এই বিষয়ে সচেতন থাকতে পারেন এবং তথ্যে সমৃদ্ধশালী হতে পারেন। একটি সুস্থ পরিবার নয়, বরং একটি ভাষা বর্ণমালার তথ্যে সমৃদ্ধশালী ভ্রান্তি মুক্ত সচেতন সুস্থ মারমা জাতি গড়ে তুলতে চাই।
এই ব্লগসাইট
সকলের জন্য উম্মুক্ত – সম্পূর্ণ
নতুন ও ভিন্ন আঙ্গিকে, সহজ মূল ম্রাইমা বর্ণমালার অনুকরণে মারমা বাংলায় উচ্চারণে
মারমা ভাষা বর্ণমালা শিক্ষা বিষয়ক ভিন্ন ধর্মী একটি ওয়েব ভেইস ব্লগসাইট। সব সময়
আদিবাসী মারমা সমাজের জ্ঞান অনুসারে –
ভাষা বর্ণমালা ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে সব সময় আপডেট থাকছে। সবাইকে কিছুটা
মারমা আদিবাসী সম্প্রদায়ের মাতৃভাষা বর্ণমালা বিষয়ে ধারনা দেওয়া এবং এতে যদি সবাই
প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কম বেশি উপকৃত হন, প্রকৃত ম্রাইমা তথা মারমা আচরণ করেন,
তখনই মারমাপিডিয়া-র মনে করব আমাদের
পরিশ্রম সার্থক হয়েছে।
আমাদের
করণীয়ঃ
- প্রাত্যহিক জীবনে বেঁচে থাকার তাগিদে ভাষা বর্ণমালাগুলোকে মূল ম্রাইমা রীতিতে জ্ঞান চর্চার বৃদ্ধি করাসহ ও শতভাগ অনুসরণ করা।
- কিছু সংখ্যক অঞ্চলে যে বিহার কেন্দ্রীক ভাষা বর্ণমালা শেখার পদ্ধতি রয়েছে তা প্রতিটি অঞ্চল ও গ্রাম শতভাগ অনুসরণ এবং প্রয়োগ করা। এ ব্যাপারে কার্যকরী ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করা।
- মারমা আদিবাসী সম্প্রদায়ের মাতৃভাষা বর্ণমালা তথা ভাষা সংস্কৃতি নামে ভ্রান্ত ধারণা, বিজাতীয় মতবাদ, কুসংস্কার, অপসংস্কৃতি ও অপব্যাখ্যা দূর করা।
- অনলাইন, অফলাইন ও ট্রাডিশনাল সকল ক্ষেত্রে মারমা ভাষার বর্ণমালা প্রয়োগ নিশ্চিত করা। এ ব্যাপারে সকলকে উৎসাহিত করা।
- ভাষা বর্ণমালা ব্যবহার করার মাধ্যমে সকল মারমা বর্ণমালা ব্যবহারকারীর জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা।
মারমাপিডিয়া কর্তৃক তৈরিকৃত “মারমা জা এ্যাপসটি সম্পূর্ণ বিনামূল্যে, কোন রকম বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই সমগ্র বাংলাদেশের মারমা ভাষা বর্ণমালা প্রয়োগের সহজ ও সাবলীল বিশুদ্ধ উচ্চারণ প্রচার ও প্রসার ঘটাতে চায়।
মারমাপিডিয়া
ব্লগসাইটি বিশেষ মতাবলম্বী, রাজনৈতিক দল বা সংগঠনের সাথে কোনো রকম সংশ্লিষ্টতা
নেই। এই ব্লগসাইটি’র প্রধান
উদ্দেশ্য হছে, মারমা ভাষার বর্ণমালার অন্তর্ভূক্ত সকল বিষয় ও জ্ঞানকে বিশ্বের সকল
মারমা ভাষী মানুষের কাছে পোঁছে দেয়া। যেহেতু আমরা বাংলা দিয়ে পড়তে বেশি অভ্যস্ত।
তাই মূল ম্রাইমা থেকে সুদ্ধ উচ্চারণে মারমা বাংলা করে তৈরি করা হয়েছে। এর অর্থ এ
নয় যে আমরা মূল ম্রাইমা কিংবা মারমা উচ্চারণ বিকৃত করছি। এখানে মূল ম্রাইমা ‘জা’
–এর সাথে
হুবহু মিল রেখে মারমা বাংলা করা হয়েছে মাত্র। মারমাপিডিয়া ব্লগসাইটে পাওয়া
যাচ্ছে এমন কোন উপকরণের লেখক, প্রকাশক, মন্তব্যকারী, সহযোগী প্রতিষ্ঠান বা দলের
সাথে মারমাপিডিয়া ব্লগসাইটের কোন রকম চুক্তিবদ্ধতা/সংশ্লিষ্টতা নেই। এখানে
প্রাপ্ত সকল উপকরণের মৌলিক উদ্দেশ্য জ্ঞান অর্জন।
![]() |
| MarmajA V1.01 | Size: 1.28MB Only |
এই ব্লগের ভবিষ্যৎ পরিকল্পনাঃ আমরা মারমাজা ব্লগটাকে ভাল এবং শিক্ষনিয় একটি প্লাটফর্মে নিয়ে যেতে চাই। কম্পিউটার, ব্লগিং এবং ইন্টারনেট জগতের মারমা মাতৃভাষা শেখার ক্ষেত্রে উদ্ভূদ সকল সমস্যার সামাধান ও নিত্য নূতন কিছু শিখিয়ে ভাল মানের একটা ব্লগিং সাইট তৈরি করাই মূখ্য উদ্দেশ্য থাকবে। আমাদের পোষ্ট এর মাধ্যমে কাউকে ভূল তথ্য দেওয়া বা অযথা সময় নষ্ট করানো থেকে আমরা সব সময় বিরত থাকি। আশা করি আপনাদের পরামর্শমূলক সহযোগিতায় আমরা ব্লগটাকে ভাল অবস্থানে নিয়ে যেতে পারবো।
মারমাপিডিয়া
মারমা
ইন্ডিজেনাস ইনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ।
ওয়েব
ঠিকানাঃ
E-mail:
marmapedia@mail.com


0 comments:
Post a Comment